নায়েফ বাদ; নিজের ছেলেকে যুবরাজ নিয়োগ দিলেন রাজা সালমান
নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমান (বামে) সৌদি রাজা (মাঝে) এবং সাবেক যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ (ডানে)
সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ নিজ পুত্র মোহাম্মদ বিন সালমানকে দেশটির যুবরাজ হিসেবে ঘোষণা করেছেন। সাবেক যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
এ ছাড়া, রাজকীয় ফরমান অনুযায়ী ৩১ বছর বয়সী মোহাম্মদকে দেশটির উপ প্রধানমন্ত্রীও করা হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও তার হাতে থাকবে। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ আজ (বুধবার) এ খবর দিয়েছে। আজ রাতে পবিত্র মক্কা শরীফে নতুন যুবরাজের প্রতি আনুগত্য প্রকাশের জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে, সৌদি রাজকীয় উত্তরসূরি কমিটির ৩৪ সদস্যের মধ্যে ৩১ জন এরইমধ্যে মোহাম্মদ বিন সালমানের প্রতি আনুগত্য দেখিয়েছে বলে নিশ্চিত করেছে এসপিএ।
২০১৫ সালে রাজা হিসেবে সালমানের ক্ষমতা গ্রহণের আগে তরুণ মোহাম্মদ বিন সালমান সৌদি আরব বা দেশটির বাইরে তেমন পরিচিত ছিলেন না। ক্ষমতা গ্রহণের পর মোহাম্মদের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, সৌদি আরবের সত্যিকার ক্ষমতা রয়েছে মোহাম্মদ বিন সালমানের হাতে।#
