বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে।
বাংলাদেশ সময় শনিবার দুপুর ২টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও মাঠ উপযুক্ত করতে দেড় ঘণ্টা সময় লাগে। এতে দুপুর সাড়ে ৩টায় খেলা শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৩ উইকেটে ৪৫৮ রান। হাসিম আমলা ১০১ এবং ডু প্লেসিস ৭৯ রান নিয়ে ব্যাট করছেন।
শুক্রবার টস হেরে আগে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা।
দিন শেষে ৩ উইকেটে ৪২৮ রান সংগ্রহ করে স্বাগতিকরা। টেস্ট ম্যাচ হলেও দক্ষিণ আফ্রিকা অনেকটা ওয়ানডে স্টাইলে রান সংগ্রহ করে।
হাসিম আমলা ৮৯ এবং ফাফ ডুপ্লেসিস ৬২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।
ওপেনিং ব্যাটসম্যান ডেন এলগার (১১৩)ও অ্যাইডেন মার্করাম (১৪৩) দুজনে মিলে ২৪৩ রানের জুটি গড়েন। দুজনেই সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন। টিম্বা বাভুমা (৭) অবশ্য ভালো করতে পারেননি।
বাংলাদেশের হয়ে শুভাশিষ রয় ২টি এবং রুবেল হোসেন ১টি উইকেট লাভ করেন।