বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদার হবে : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি এম. আব্দুল হামিদ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে এবং আগামীতে এই সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার। এই সম্পর্ক পর্যায়ক্রমে আরো জোরদার হচ্ছে।
বৈঠকে ভারতের হাইকমিশনার তার দেশের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের একটি নব বর্ষের শুভেচ্ছা কাড রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে হস্তান্তর করেন।

No comments: