পরিনীতির শরীরের লুকনো দাগ, তোলপাড় সোশ্যাল মিডিয়া, দেখুন ছবি
বলিউডের ‘বাবলি গার্ল’ হিসাবেই পরিচিত পরিনীতি চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়ার বোন হলেও, পরি খুব অল্প সময়েই বলিউডে নিজের আলাদা স্থান করে নিয়েছে। ২০১৭ সালে রোহিত শেট্টির পরিচালনায় ‘গোলমাল এগেইন’–এ অজয় দেবগণের বিপরীতে দেখা গিয়েছিল পরিনীতিকে।
খুব শীঘ্রই অক্ষয় কুমারের সঙ্গে ‘কেশরি’ ছবিতে দেখা যাবে পরিকে। তবে এ সবের মধ্যেই পরির শরীরের গোপন দাগ নিয়ে হুলস্থুল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।
সম্প্রতি পরিনীতি চোপড়া তাঁর ইনস্টাতে একটি ফটো পোস্ট করেছেন। ব্লু সানগ্লাস পড়া সেই ফটোর ক্যাপশন পরিনীতি দিয়েছেন, ‘জীবনের জন্য উজ্জ্বল নীল সানগ্লাস!!!? এই সৌন্দর্যের জন্য ধন্যবাদ!!’ পরির ফ্রেস লুকসের সঙ্গে ছবিটি একটু মন দিয়ে দেখলে দেখা যাবে, পরিনীতি কোমরে ফুটে উঠেছে স্ট্রেচ মার্কস।
যেটাকে কোনওভাবেই লুকিয়ে রাখেননি অভিনেত্রী। পরিনীতি ছবিটি ইনস্টাতে দেওয়ার সঙ্গে সঙ্গে অনুগামীরা তাঁর সাহসী পদক্ষেপের জন্য প্রশংসা করতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় খুব কম অভিনেত্রী প্রশংসা পান। কিছু কিছু অভিনেত্রীর ফটো ট্রোলড হতে দেখা যায়। কিন্তু পরিনীতির ফটোতে শুধুই প্রশংসা আর প্রশংসা রয়েছে।
নিজেকে প্রমাণ করার জন্য এবং শেপে নিয়ে আসার জন্য কম পরিশ্রম করেননি পরিনীতি।
পরির এই পরিশ্রম স্ক্রিনেও ফুটে উঠেছে। তাই সোশ্যাল মিডিয়ায় এই সাহসীকতা দেখানোর জন্য পরিনীতিকে অবশ্যই সাবাস জানাতে হয়।
No comments: