শেনজেন ওপেনের সেমিতে হেরে গেলেন শারাপোভা
শেনজেন ওপেন টেনিস টুর্নামেন্টের সেমিফাইনালে হেরে গেছেন বিশ্বের সাবেক এক নম্বর মহিলা টেনিস তারকা মারিয়া শারাপোভা। আজ অনুষ্ঠিত সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা সিনিয়াকোভার কাছে তিন সেটেই পরাজিত হন এই রুশ তারকা।
শারাপোভাকে ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারানো ষষ্ঠ বাছাই ৩০ বছর বয়সী সিনিয়াকোভা ফাইনালে বিশ্বের এক নম্বর রোমানিয়ার সিমোনা হালেপের মুখোমুখি হবেন।
চীনের দক্ষিণাঞ্চলের শহরে চলমান টুর্নামেন্টে অপর সেমিফাইনালে হালেপ ৬-১, ৬-৪ গেমে স্বদেশী ইরিনা-ক্যামেলিয়া বেগুকে পরাজিত করনে।
ডোপিংয়ের দায়ে দীর্ঘ ১৫ মাস নিষিদ্ধ থাকার পর মাঠে ফিরে নিজের র্যাংকিংয়ের উন্নতি ঘটানোর চেষ্টা করা শারাপোভা গত অক্টোবরে তিয়ানজিয়ান ওপেনের শিরোপা জিতেছেন।

No comments: