Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মুনরোর ঝড়ো সেঞ্চুরিতে সিরিজ জিতলো নিউজিল্যান্ড





মুনরোর ঝড়ো সেঞ্চুরিতে সিরিজ জিতলো নিউজিল্যান্ড


  ওপেনার কলিন মুনরোর ঝড়ো সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের তৃতীয় ও শেষ টুয়েন্টি টুয়েন্টি ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছ নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো কিউইরা। সিরিজ জয়ের পাকিস্তানকে হটিয়ে আবারো টি-২০ র‌্যাংকিং-এ শীর্ষস্থান দখলে নিল নিউজিল্যান্ড। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে ৫৩ বলে ১০৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন ম্যাচের সেরা মুনরো। এ ম্যাচে সেঞ্চুরির আগে দু’টি হাফ সেঞ্চুরিরসহ ২২৩ রান করে সিরিজ সেরাও হন মুনরো।
সিরিজের প্রথম ম্যাচে ৩৭ বলে ৫৩ রানের ইনিংসের পর দ্বিতীয় টি-২০তে ২৩ বলে ৬৬ রান করেন মুনরো। ওই ম্যাচে মাত্র ১৮ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তিনি। তবে বৃষ্টির কারণে ম্যাচটি ভেসে যায়। আজ মাত্র ২৬ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মুনরো। সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে সরিয়ে টি-২০তে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। ৩৮ ম্যাচের টি-২০ ক্যারিয়ারে মুনরোর এটি তৃতীয় সেঞ্চুরি। আন্তর্জাতিক অঙ্গনেও কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ সেঞ্চুরিও এটি।
সেঞ্চুরির করার পথে আরেক ওপেনার মার্টিন গাপটিলের সাথে উদ্বোধনী জুটিতে ৬৯ বলে ১৩৬ রান যোগ করেন মুনরো। টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ২৪৩ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। এটিই টি-২০তে নিউজ্যিান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
৫টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে ৬৩ রান করেন গাপটিল। ছক্কার ফুলঝুড়ি ফুটিয়ে ৫৩ বলে ১০৪ রান করে ফিরেন গাপটিল। তার ইনিংসে ৩টি চারের সাথে ১০টি ছক্কার মার ছিলো। এছাড়া দলের পক্ষে টম ব্রুস ২৩ ও অধিনায়ক কেন উইলিয়ামসন ১৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট ৫০ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য ২৪৪ রানের বড় টার্গেটে খেলতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফিরে যান ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার চাঁদউইক ওয়ালটন ও ক্রিস গেইল। দু’জনই শূন্য হাতে ফিরেন।
এরপর দলের ব্যাটসম্যানরা উইকেটে থিতু হবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বড় ইনিংস খেলে দলের প্রয়োজন মেটাতে পারেননি দলের কোন ব্যাটসম্যানই। আন্দ্রে ফ্লেচার সর্বোচ্চ ৪৬ রান করেন। নিউজিল্যান্ডের সাউদি ৩টি উইকেট নেন।
টি-২০ সিরিজের আগে তিনটি করে টেস্ট ও ওয়ানডে ম্যাচ সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে স্বাগতিক নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ২৪৩/৫, ২০ ওভার (মুনরো ১০৪, গাপটিল ৬৩, ব্র্যাথওয়েট ২/৫০)।
ওয়েস্ট ইন্ডিজ : ১২৪/১০, ১৬.৩ ওভার (ফ্লেচার ৪৬, পাওয়েল ১৫, সাউদি ৩/২১)।
ফল : নিউজিল্যান্ড ১১৯ রানে জয়ী।
ম্যাচ সেরা : কলিন মুনরো (নিউজিল্যান্ড)।
সিরিজ সেরা : কলিন মুনরো (নিউজিল্যান্ড)।
সিরিজ : তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো নিউজিল্যান্ড।

 
 
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply