- Advertisement -
কেপ টাউন: নিউল্যান্ডসে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট শুরু আগেই জল সংকটে ভুগছে কেপ টাউন৷ যার আঁচ পেলেন টুরিস্ট থেকে সেলিব্রিটিরাও৷ ব্যতিক্রম নন বিরাটরাও৷স্নানের জন্য মাত্র দু’মিনিটের জল পেলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা৷
শুক্রবার থেকে কেপ টাউনের নিউল্যান্ডসে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট৷ গত বছর মহারাষ্ট্রে খরার কারণে ক্রিকেট পিচে জল দেওয়া উপরও ছিল বিধিনিষেধ৷ এবার কি তাহলে নিউল্যান্ডসের বাইশ গজও জল সংকটের কবলে! কেপ টাউনের রাস্তায় চোখে পড়বে সতর্কতামূলক সাইনবোর্ড৷ যাতে লেখা not waste a ‘drop of water’৷ হোটেলে টুরিস্টের জন্য বিশেষ সতর্কতা ‘Don’t flush this toilet’, ‘Our taps will run dry if we don’t act now’৷ গত কয়েক বছর টেবল মাউন্টে পর্যাপ্ত বৃষ্টি না-হওয়া জল সংকটে ভুগছে কেপ টাউন৷ তবে আশার বাণী আবহাওয়া দফতরের৷রবিবার থেকে বৃষ্টি হতে পারে কেপ টাউনে৷
শুক্রবার কেপ টাউনে প্রথম টেস্ট খেলতে নামা ভারতীয় ক্রিকেটারদের জন্যও একই নিয়ম প্রযোজ্য৷ বিরাট-রোহিতদের স্নানের জন্য বেঁধে দেওয়া হল মাত্র দু’ মিনিট সময়৷ নিয়ম না-মানলে গুনতে হবে জরিমানা৷ প্রতিটি ব্যক্তির জন দিনে ৮৭ লিটার জল ধার্য করা হয়েছে৷ এর বেশি হলেও দিতে হবে ফাইন৷ প্রতি লিটারে জন্য বিরাটদের দিতে হবে ভারতীয় মুদ্রায় ৫১ হাজার টাকা৷




No comments: