Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » দক্ষিণ আফ্রিকায় ভারতের ব্যাটিং বিপর্যয়্ প্যাভিলিয়নে ফিরেছেন মুরলি বিজয়, শিখর ধাওয়ান ও ক্যাপ্টেন কোহলি





  নিউল্যান্ডসে বিরাট ব্যাটিং বিপর্যয়্  প্যাভিলিয়নে ফিরেছেন মুরলি বিজয়, শিখর ধাওয়ান ও ক্যাপ্টেন কোহলি



কেপ টাউন: দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়া ব্যাটিং লাইনআপকে ২৮৬ রানে আটকে রাখা যদি ভারতীয় বোলারদের কৃতিত্ব হিসেবে বিবেচিত হয়, তবে ব্যাটসম্যানরা দায়বদ্ধতা দেখাতে পারলেন কই? যথাযথ দায়িত্ব পালণে দক্ষিণ আফ্রিকাকে প্রথম দিনই কোণঠাসা করতে পারতেন বিরাট কোহলিরা৷ বদলে টপ অর্ডারের চূড়ান্ত হঠকারীতায় ভারতই ব্যাকফুটে নিউল্যান্ডসে৷



 -


দিনের শেষবেলায় পাল্টা ব্যাট করতে নেমে ভারত ইতিধ্যেই তিন উইকেট হারিয়ে বসেছে৷ তাদের সংগ্রহ সাকুল্যে ২৮ রান৷ প্যাভিলিয়নে ফিরেছেন মুরলি বিজয়, শিখর ধাওয়ান ও ক্যাপ্টেন কোহলি৷ ভারতের ব্যাটিং গভীরতা নিয়ে প্রশ্ন নেই৷ সামি ও বুমরাহকে বাদ দিলে ভূবনেশ্বর কুমার পর্যন্ত কার্যকরী ইনিংস খেলরা ক্ষমতা রাখেন৷ তবে এমন পিচ ও পরিবেশে দক্ষিণ আফ্রিকার পেস চতুর্ভূজের মহড়া নেওয়া কতটা কঠিন, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারতীয় শিবির৷


ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে পর পর দু’টি টেস্টে সেঞ্চুরি করা মুরলি বিজয় মাত্র ১ রান করে ভার্নন ফিলেন্ডারের শিকার হল৷ শিখর ধাওয়ান দায়িত্বজ্ঞানহীনের মতো স্টেইনকে পুল করতে গিয়ে বল গগনে তুলে বসেন৷ পিচে দাঁড়িয়েই স্টেইন ফিরতি বল তালুবন্দি করেন৷ আউট হওয়ার আগে ১৩ বলে ১৬ রান করেন ধাওয়ান৷ কোহলির মধুচন্দ্রিমা তেতো করেন মর্নি মর্কেল৷ ৫ রান করে মর্নির আউট স্যুইংয়ে খোঁচা দিয়ে ডি’ককের দস্তানায় ধরা দেন বিরাট৷ সদ্য ক্রিজে আসা রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে চেতেশ্বর পূজারা প্রতিরোধ গড়ার চেষ্টায় রয়েছেন৷



বল হাতে টেস্টের শুরুটা অবশ্য মন্দ করেনি ভারত৷ ভুবনেশ্বর কুমারের নিয়ন্ত্রিত স্যুইং প্রোটিয়া ইনিংসের টপঅর্ডারে ধস নামায়৷ সামি-বুমরাহ-পান্ডিয়ার মিলিত প্রয়াস ও অশ্বিনের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যায় তিনশোরও কম রানে৷
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply