আদালত চত্বরেই সলমন খানকে হুমকি গ্যাংস্টারের
যোধপুরে গ্যাংস্টারের হুমকির মুখে সলমন খান।
আদালত চত্বরেই সলমন খানকে হুমকি গ্যাংস্টারের
যোধপুরে সলমন খানকে হুমকি দিলেন গ্যাংস্টার। কৃষ্ণসার হত্যা মামলার শুনানিতে যোধপুর আদালতে হাজির হয়েছিলেন সলমন। সেখানেই আদালত চত্বরে তাঁকে হুমকি দেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।
আদালতে পুলিসি পাহারায় বিষ্ণোইকে আনা হয়েছিল। তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। আদালত চত্বরে ছিলেন সলমন খানও। তখনই সলমনকে হুমকি দেন বিষ্ণোই।
ভরা কোর্টরুম। তার মাঝেই কিনা স্পষ্ট প্রাণে মারার হুমকি দিয়ে বসলো কুখ্যাত দুষ্কৃতী। তবে যে কাউকে সেই হুমকি দেওয়া হয়নি। সরাসরি সলমন খানকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
কৃষ্ণসার হরিণ মারার ঘটনায় এদিন হাজিরা দেওয়া কথা ছিল সলমন খানের। সেই জন্যই শুক্রবার যোধপুর কোর্টে হাজির হয়েছিলেন সলমন। হাজিরার পর থেকে তেমন কোনও ঝামেলাও হয়নি। তবে সমস্যা শুরু হয় পরে। যখন একই কোর্টরুমে হাজির হয় কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণই। লরেন্স সরাসরি প্রাণে মারার হুমকি দিয়ে বসে সলমনকে। যদিও, সেই হুমকিতে বিশেষ জোর ছিল না।
কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনারয় এই নিয়ে দ্বিতীয় দিন আদালতে হাজিরা দিচ্ছেন সলমন। গতকাল ও আজ এই কারণেই যোধপুর কোর্টে ছিল কড়া নিরাপত্তা। লরেন্সকেও এদিন আরেক নিরাপত্তার বেষ্টনিতে হাজির করা হয় আদালতে। এর মাঝেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রাণে মারার হুমকি দিয়ে বসে সে।
No comments: