শেষ টেস্টেও বড় রান তুলতে ব্যর্থ ইংল্যান্ড
: ৩৪৬ রানে থেমে গেল ইংল্যান্ড। ডেভিড মালান করলেন ৬২। জো রুট ৮৩ রানে আউট হন। ইংল্যান্ডের শেষের দিকের ব্যাটসম্যানরা বেশ কিছুটা অবদান রাখলেন। মঈন আলি (৩০), টম কুরান (৩৯), স্টুয়ার্ট ব্রড (৩১)–রা দলকে টানলেন। অস্ট্রেলিয়ার সেরা বোলার প্যাট কামিন্স। তিনি ৪ উইকেট পেলেন। ২টি করে উইকেট পেলেন জোস হ্যাজলেউড ও মিচেল স্টার্ক। জবাবে সিডনি টেস্টের দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৯৩/২। ডেভিড ওয়ার্নার ৫৬ রান করেছেন। উসমান খোওয়াজা শতরানের দোড়গোড়ায় পৌঁছে গেছেন। তিনি অপরাজিত আছেন ৯১ রানে। স্টিভ স্মিথ অপরাজিত আছেন ৪৪ রানে। অ্যাশেজ সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এটা সিরিজের শেষ টেস্ট।

No comments: