Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মক্কার মসজিদে বোরখা পরেই বোর্ড গেম, বিতর্কে মহিলারা





মক্কার মসজিদে বোরখা পরেই বোর্ড গেম, বিতর্কে মহিলারা


রিয়াধ: ফের একবার বিতর্কের মুখে মুসলিম মহিলারা। পবিত্র মক্কার মসজিদে বসে বোরখায় মুখ ঢেকে বোর্ড গেম খেলছিলেন একদল মহিলা। আর তাতেই যত বিতর্ক। সোশ্যাল মিডিয়ার কল্যাণে ছড়িয়ে পড়েছে সেই ছবি। তবে এই ঘটনা দেখেই ছুটে যান মসজিদের সিকিউরিটি অফিসারেরা। প্রার্থনার জায়গায় এই ধরনের কিছু না করতে নির্দেশ দেওয়া হয় তাঁদের। এরপরই তাঁরা খেলা বন্ধ করে চলে যান।

এই প্রসঙ্গ মসজিদের মুখপাত্র বলেন, ‘গত শুক্রবার রাত ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। মসজিদের নিরাপত্তারক্ষীরা ওই চার মহিলাকে দেখতে পান। মসজিদ চত্বরেই ‘সিকোয়েন্স’ নামে একটি গেম খেলছিলেন তাঁরা। সঙ্গে সঙ্গে মহিলা অফিসারদের সেখানে পাঠানো হয়। পবিত্র স্থানের সম্মান রক্ষার জন্য ওখানে বসে খেলতে নিষেধ করা হয় তাঁদের। সঙ্গে সঙ্গে তাঁরা ওই এলাকা ছেড়ে চলে যায়।’

তবে এই ছবি যখনই ইন্টারনেটে ছড়াতে শুরু করে, তখনই ওঠে বিতর্কের ঝড়। অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করতে শুরু করেন। বহু মানুষ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ইসলামের পবিত্র এই মসজিদে কেন এই ধরনের খেলা হল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে অনেকেই অবশ্য মনে করছেন এই ঘটনায় কোনও অপরাধ নেই।



এর আগে ২০১৫-তে এই ধরনের ঘটনা ঘটে। একদল যুবককে কার্ড খেলতে দেখা গিয়েছিল মসজিদের অন্দরে। সৌদি আরবের প্রশাসন তাদের বিরুদ্ধে মামলা করে ও তাদের গ্রেফতার করে। তবনে ইদানিং অনেক নিয়ম ভেঙে বেরোচ্ছেন সৌদি মহিলারা। তাঁরা গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন সম্প্রতি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply