জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপুর জানাজায় অংশ নিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ হাজারো মানুষ।
বাদ আসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাযের জানাযা সম্পন্ন হয়। পরে বাদ মাগরিব আলী আকবর রুপুর দীর্ঘদিনের কর্মস্থল মগবাজারের শ্রুতি স্টুডিওতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। দীর্ঘদিন হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন বিশিষ্ট এই সংগীত পরিচালক।
তার জানাজায় অংশগ্রহণ শেষে সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। তার মতো এমন প্রতিভাবান শিল্পী ভবিষ্যতে আর আসবে বলে আমরা মনে হয় না।
গেল ২ ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রুপুকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর একটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলী আকবর রুপু। তার মৃত্যুতে শোক নেমে এসেছে সংগীতাঙ্গনে।
No comments: