ছাত্রদের নিরস্ত্র করতে শিক্ষকদের হাতে অস্ত্র দিতে চান ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পের আরও দাবি, যাঁরা এই কাণ্ড ঘটাচ্ছেন তাঁদের মানসিক অবস্থা নিয়ে সংশয় রয়েছে। তাঁদের মানসিক পরিস্থিতি এবং পারিপারিপার্শিক পরিবেশ খতিয়ে দেখা জরুরি। রাষ্ট্রের অস্ত্রনীতির সংশোধনের কথা বলা তো দূরের কথা উল্টে বন্দুক হাতে হামলার ঘটনাকে পাগলের কীর্তি বলে হাল্কা করতে চেয়েছেন ট্রাম্প। অস্ত্রনিয়ন্ত্রণ করা তো দূরের কথা উল্টে শিক্ষকদের হাতে অস্ত্র তুলে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এমনকী এই কাজের জন্য শিক্ষকদের বিনামূল্যে অস্ত্রপ্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
No comments: