Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » স্ট্যাম্পফোর্ড ব্রিজের অন্দরমহলে চ্যাম্পিয়ন্স লিগের নেপথ্য কাহিনী





 
   স্ট্যাম্পফোর্ড ব্রিজের অন্দরমহলে চ্যাম্পিয়ন্স লিগের নেপথ্য কাহিনী


লন্ডন: স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগের উত্তেজক ম্যাচ ১-১ গোলে ড্র হলেও চেলসি ও বার্সেলোনা উভয় দল একই সঙ্গে স্বস্তি ও অস্বস্তি সঙ্গী করে মাঠ ছাড়ে৷ এক ঝলকে দেখে নেওয়া যাক প্রথম লেগের প্রি-কোয়ার্টারের উল্লেখযোগ্য দিকগুলি৷




বার্সেলোনার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ সাতটি ম্যাচে অপরাজিত থেকে খেলতে নেমেছিল চেলসি৷ সেই ধারা তারা বজায় রাখে অষ্টম ম্যাচেও৷ ১-১ গোলে ম্যাচ ড্র হওয়ায় বার্সার বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ড আরও কিছুটা বাড়িয়ে নেয় দ্য ব্লুজ৷



চলতি চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত কোনও অ্যাওয়ে ম্যাচে হারেনি বার্সেলোনা৷ স্ট্যামফোর্ড ব্রিজেও সেই রেকর্ড বজায় রাখলেন মেসিরা৷ যদিও মেসির আগে আর কোনও বার্সা ফুটবলরাই এবার ন্যু ক্যাম্পের বাইরে গোল করতে পারেননি৷


চেলসির বিরুদ্ধে এই প্রথমবার গোল পেলেন মেসি৷ ন’টি ম্যাচে চেলসির গোলে ৩০টি শট নেওয়ার পর শেষমেশ সাফল্য পেলেন তিনি৷ ৭৩১ মিনিট মাঠে থেকে প্রথমবার দ্য ব্লুজদের জালে বল জড়ান মেসি৷

চেলসি ম্যাচের আগে শেষ পাঁচটি অ্যাওয়ে ম্যাচে একটি মাত্র গোল পেয়েছে বার্সা৷ তাও সেটি ছিল স্পোর্টিং লিসবনের সেবাস্তিয়ানের আত্মঘাতী গোল৷

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ জয় জার্মান জায়ান্টদের

চেলসির বিরুদ্ধে মেসির গোল খরা কাটলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৮৮১ মিনিটে কোনও গোল করতে পারেননি সুয়ারেজ৷ গত বছর মার্চে পিএসজি-র বিরুদ্ধে টুর্নামেন্টে শেষবার গোল করেছিলেন সুয়ারেজ৷

১৯৯৯ সালের বক্সিং ডে-তে প্রিমিয়র লিগের প্রথম দল হিসেবে কোনও ব্রিটিশ ফুটবলারকে ছাড়াই প্রথম একাদশ নামিয়েছিল চেলসি৷ বার্সেলোনার বিরুদ্ধে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল৷ প্রথম একাদশে ছিলেন না কোনও ইংলিশ ফুটবলার৷



হাই ভোল্টেজ ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন প্রাক্তন ম্যান ইউ ও রিয়াল তারকা ডেভিড বেকহ্যাম, বেলজিয়াম ম্যানেজার রবার্তো মার্টিনেজ, প্রাক্তন চেলসি ম্যানেজার কার্লো আনসেলোত্তি, প্রাক্তন সোয়ানসি বস পল ক্লেমেন্ট প্রমুখ
 
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply