Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মৌলভীবাজারে যাত্রীবাহী ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়েছে।





 মৌলভীবাজারে যাত্রীবাহী ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। রাত ১টার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সিলেট থেকে ঢাকায় যাচ্ছিলো আন্তঃনগর ট্রেনের উপবন এক্সপ্রেস। সাতগাঁও এলাকায় পৌছালে হঠাৎ করে ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এদিকে, ভোরে উদ্ধারকারী ১টি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বিকেলের মধ্যে রেলযোগাযোগ স্বাভাবিক হবে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বিকট শব্দ, মনে হয় ভূমিকম্প হচ্ছে। এর দুই থেকে তিন মিনিট পরেই ট্রেনটি বন্ধ হয়ে যায়।’

আরেকজন বলেন, ‘ট্রেনের বগির খুবই খারাপ অবস্থা ছিলো, পড়ে যাবে এমন অবস্থা। ট্রেনের গেট কোনোভাবেই খোলা যাচ্ছিলো না।’ 

এলআই দেলোয়ার হোসেন মিয়া বলেন, ‘১১ টা কোচ লাইচ্যুত হয়েছে। এখন আমরা প্রথম কোচটি ঠিক করলাম। দ্বিতীয় কোচটা এখনই ধরবো। ধাপে ধাপে আমাদের কাজ চলতে থাকবে। আশা করি দুই-তিন ঘণ্টার মধ্যে আমরা উদ্ধারকাজ শেষ করতে পারবো।’   






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply