মুখের ক্যান্সারের একটি অন্যতম কারণ। এর গাছ (betel palm) পাম গোত্রের ২০-৩০ ফুট লম্বা এবং ৪”-৭” (ব্যাস) মোটা হয়। উপকূলবর্তী অঞ্চলে বেশি দেখা যায়।
পান খাওয়ার অভ্যাস অনেকেরই।তো দিন শুধু পান সুপারির অপকারিতা সম্পর্কে জেনে এসেছেন।
এবার জেনে নিন পান সুপারির উপকারের কথা।
এটা আমার কথা নয় ইন্ডিয়া টুডের নিউজ থেকে সংগ্রহীত।
বাঙ্গালীদের বিভিন্ন অনুষ্ঠানে পানের আয়োজন না থাকলে যেন অনুষ্ঠান সম্পন্ন হয় না। আবার হিন্দু রীতিতে বিভিন্ন পুজা উৎসবে ও বিয়েতে পান যেন বাধ্যতামূলক। আবার ঘরে ঘরে অনেকে আছেন যাদের পান না খেলে চলেই না। তাদের জন্য রয়েছে সুখবর।
No comments: