ইতালির উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
৪ দিনের সফরে ইতালির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট রোমের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, তিনবাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইফাদের প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুনগবোর আমন্ত্রণে ১৩ ফেব্রুয়ারি পরিচালনা পর্ষদের ৮১তম বার্ষিক অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা ভ্যাটিকান সিটিও সফর করবেন। কর্মসূচি শেষে আগামী ১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

No comments: