মোঃআবু লায়েছ লাবলু
জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী মানব বন্ধন পিস এম্বাসেডর ও মেহেরপুর জেলা বিএনপির সদস্য জাকির হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে জেলে রেখে একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে সরকার। এদেশের জনগণ ঐক্যবধ্যভাবে সরকারের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। মিথ্যে, বানোয়াট ও ভূয়া কাগজপত্র তৈরী করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। শুধু তাই নয় আদালতে দেয়া তার বক্তব্যও বিকৃত করা হয়েছে। এছাড়া নির্জন পরিত্যাক্ত কারাগারে বন্দী রেখে মানসিক শক্তিকে ভেংগে দিচ্ছে সরকার। অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি দাবী করেন পিস এম্বাসেডর জাকির। দুপুরে অনুষ্ঠিত মানব বন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমান।
No comments: