ডিভিশন পাননি খালেদা জিয়া, কিছু হলে দায়ী থাকবে সরকার'
শনিবার সন্ধ্যা সাতটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বৈঠকে সাংগঠনিক শৃঙ্খলা ও ভবিষ্যত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানায় দলটির মিডিয়া উইং। বৈঠকে চেয়ারপারসনের উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম-মহাসচিবরা উপস্থিত ছিলেন।
এ সময় মির্জা ফকরুল বলেন, 'খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক বিরোধী দলীয় নেতা। তাকে সাথে সাথে ডিভিশন দেয়ার দরকার ছিল। এটার জন্যে অনুমতির দরকার নেই। জেলকোডেই বলা আছে তিনি ডিভিশন পাবেন। আমরা অবলম্বে তাকে ডিভিশন দিয়ে তার যে মর্যাদা সে অনুযায়ী সুযোগ সুবিধা দেয়ার জন্যে সরকারের কাছে দাবি জানাচ্ছি। অন্যথায় এর জন্যে সরকারকে দায়ী থাকতে হবে।'
No comments: