দীর্ঘ ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে। গতরাতে মৌলভীবাজারের সাতগাঁও স্টেশনের কাছে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় দু'টি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ। এদিকে, সারাদিন ট্রেন না চলায় শিডিউল বিপর্যয়ে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছে।
বৃহস্পতিবার রাত ১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুঁড়োহুঁড়ি করে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হন। এ দুর্ঘটনায় বন্ধ হয়ে যায় সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. আবদুল হাই বলেন, প্রাণপণ চেষ্টা করে রেলের বগি ঠিক করা হয়েছে। এখন আবার রেল চলাচল শুরু হয়েছে।
শুক্রবার ভোরে কুলাউড়া ও আখাউড়া থেকে আসা ২টি রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল সোয়া ৪টায় স্বাভাবিক হয় রেল যোগাযোগ।
ঢাকা বিভাগের রেলওয়ে ম্যানেজার মো. গাউসুল আজম মনির বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা খুঁজে বের করবেন কেন এমন ঘটনা ঘটল।
এ ঘটনায় ৫ সদস্য করে আলাদা দু'টি তদন্ত কমিটি গঠন করে রেলওয়ে বিভাগ।
No comments: