মার্চে সারা দেশে ১০ টাকায় চাল বিক্রি শুরু হবে বলে জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সকালে রাজধানীর খাদ্য ভবনে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
মন্ত্রী জানান, ৫০ লাখ পরিবারের কাছে এই দামে চাল বিক্রি করা হবে। এরই মধ্যে পরিবারগুলোকে নিবন্ধন কার্ড দেয়া হয়েছে। মাসে ত্রিশ কেজি করে চাল বিক্রি করা হবে পরিবারগুলোর কাছে। মন্ত্রী জানান, ১০ টাকায় বিক্রির জন্য মাসে দেড় লাখ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
বর্তমানে ১০ লাখ ৪০ হাজার টন চাল মজুদ রয়েছে। আর মোট সাড়ে ১৪ লাখ টন খাদ্য শস্য মজুদ রয়েছে।
এমাসের মধ্যে এ মজুদ বেড়ে ১৬ লাখ টনের বেশী হবে, যা অতীতের মজুদ রেকর্ড ভাঙ্গবে বলে আশা করছেন মন্ত্রী।
No comments: