একুশের প্রথম প্রহরে রাজধানীর মতো সারাদেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এ উপলক্ষে দেশের প্রতিটি শহীদ মিনারে ঢল নামে সাধারণ মানুষের।
রক্তস্নাত ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে জাতি। একুশের প্রথম প্রহরে পুরো জাতির পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সমাজের বিভিন্ন স্তরের মানুষের। ভাষার মর্যাদা রক্ষা করতে যারা বুকের রক্ত ঢেলে দিতে কার্পণ্য করেননি,তাদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি।
বাংলা ভাষায় কথা বলতে পারার অধিকার আদায়ে, ঢাকার রাজপথে যারা নিজেদের প্রাণ সমর্পণ করেছিলেন অকাতরে, বিনম্র শ্রদ্ধা আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় ৫২-র সেই সব ভাষা শহীদদের স্মরণ করলো বাংলাদেশ।
শ্রদ্ধাবনত জাতীর পক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের সম্মান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর শহীদ বেদিমূলে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।
এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ শহীদ বেদীতে ফুল দেন দলের সভাপতি শেখ হাসিনা। পরে মায়ের ভাষা মর্যাদা রক্ষায় শহীদ হওয়া বীর সন্তানদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার, সংসদে বিরোধী দলীয় নেতা ও বিদেশি কূটনীতিকরা।
আরো শ্রদ্ধা জানান- তিন বাহিনী প্রধানসহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যক্তিরা।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বস্তরের জনতার পদচারণয় মুখর হয়ে ওঠে স্মৃতির মিনার। এসময় রাজধানীর সব পথ মিশে যায় প্রাণের এ মিনারে। নানা রঙের ফুল দিয়ে পুষ্পার্ঘ্য অর্পণে বেদীমূলে ভিড় করেন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। তাদের কণ্ঠে ধ্বনিত হয় একুশ চেতনা ।
No comments: