হারিয়ে যাওয়া মাতৃভাষা সংগ্রহের কাজ চলছে: প্রধানমন্ত্রী
হারিয়ে যাওয়া মাতৃভাষা সংগ্রহে কাজ করছে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ভাষা সংরক্ষণেও ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
বুধবার বিকেলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে তিনি একথা জানান। এসময় প্রধানমন্ত্রী বাঙালির ঐতিহ্য ও ভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি বাংলা ভাষার চর্চা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহবানও জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'হারিয়ে যাওয়া মাতৃভাষাগুলি সংগ্রহ করা হচ্ছে। সেগুলির ওপর গবেষণা করা হচ্ছে। মাতৃভাষা যাতে হারিয়ে না যাই, তার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। আমাদের দেশেও ক্ষুদ্রনৃগোষ্ঠি, তাদের যে মাতৃভাষা সেগুলোও সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আমরা আমাদের ভাষার মর্যাদা রক্ষা করেছি। আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছি। এটা আমাদের জন্য অনেক গর্বের।'
এসময় তিনি আরও বলেন, 'এই (বাংলা) ভাষার চর্চা, ব্যবহারটা ভুললে চলবে না। আমরা বাঙালি হিসেবে আমাদের ঐতিহ্য যা কিছু আছে তার সবই ধারণ করতে হবে, চর্চা করতে হবে।'
প্রধানমন্ত্রী জানান, 'এখন আমাদের সামনে সুযোগ এসেছে। আমাদের প্রবৃদ্ধি আমরা অর্জন করেছি। মাথাপিছু আয় অর্জন করতে পেরেছি। যে কয়টা ক্যাটাগরিতে অর্জন করতে পারলে, আমরা উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেতে পারি তার প্রতিটি শর্তই বাংলাদেশ এখন পূর্ণ করেছে। কাজেই আমাদের মর্যাদাকে আরো একধাপ এগিয়ে নিতে পারবো।'
No comments: