সেঞ্চুরিয়ন: বুধবারের সুপারস্পোর্ট পার্ক ভারতীয়দের কাছে পয়মন্ত ছিল না৷ প্রথমে বৃষ্টি থমকে দেয় মহিলাদের সিরিজ জয়৷ ঠিক তার পর বিরাটদের হারিয়ে সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা৷ ১৮৯ রান তাড়া করে হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় ডুমিনি অ্যান্ড কোং৷ চাহালে অতিরিক্ত বিশ্বাসে এদিন বেহাল ভারতীয় বোলিং৷
ওয়ান ডে সিরিজে দুই ভারতীয় রিস্ট স্পিনার (যুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব) কামাল দেখিয়েছে৷ চাহাল ও যাদবের বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি প্রোটিয়া ব্যাটসম্যানরা৷ তাই ছ’ ম্যাচের ওয়ান ডে সিরিজ ৫-১ জিতে নেয় ভারত৷ সিরিজে দুই ভারতীয় রিস্ট স্পিনারের মোট উইকেট সংখ্যা ছিল ৩৩৷ চায়নাম্যান কুলদীপ ছ’টি ইনিংসে নিয়েছিলেন ১৭টি আর চাহাল পেয়েছিলেন ১৬টি উইকেট৷
কিন্তু টি-২০ সিরিজে দেখা গেল বিপরীত চিত্র৷ চোটের জন্য প্রথম দু’টি ম্যাচেই খেলেননি কুলদীপ৷ আর দু’টি ম্যাচেই বেধড়ক ঠ্যাঙানি খেলেন লেগ-স্পিনার চাহাল৷ ওয়ান্ডারার্সে চার ওভারে ৩৯ রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট৷ কিন্তু এদিন চার ওভারে দেন ৬৪ রান৷ ওভার পিছু ১৬ রান করে দেন এই লেগ-স্পিনার৷ শুরু থেকেই মার খাওয়ার পরও তাঁকে চার ওভার বোলিং করান কোহলি৷ জসপ্রীত বুমরাহ না-থাকার অভাবটা এদিন টের পেল টিম কোহলি৷
ম্যাচ শেষে কোহলি বলেন, ‘বোলারদের জন্য ম্যাচটা কঠিন ছিল৷ শুরুতেই উইকেট হারানোর পর আমাদের লক্ষ্য ছিল ১৭৫৷ কিন্তু মনীশ-রায়না এবং মনীশ-ধোনির ব্যাটিং আমাদের ১৯০ পৌঁছে দেয়৷ ভেবেছিলাম এটা জেতার মতো স্কোর৷ কিন্তু আবহাওয়া বোলারদের কাজটা কঠিন করে দেয়৷ ১২ ওভার পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল৷ কিন্তু তার পর দক্ষিণ আফ্রিকা ঝুঁকি নিয়ে খেলে আমাদের হাত থেকে ম্যাচ বের করে নেয়৷’
রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা দ্রুত দু’ উইকেট হারালেও তৃতীয় উইকেটে মাত্র ৪৯ বলে ৯৩ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন ক্লাসেন ও ডুমিনি৷৩০ বলে ৬৯ রানের ধামাকাদার ইনিংস খেলে দলকে জেতান ক্লাসেন৷ সাতটি ছক্কা ও চারটি বাউন্ডারিতে সাজানো ক্লাসেনের ইনিংস প্রোটিয়াদের সিরিজে বাঁচিয়ে রাখে৷ ২৩০ স্ট্রাইক-রেটে ব্যাটিং করে ম্যাচের সেরা পুরস্কার পান বছর চাব্বিশের হেনরিক ক্লাসেন৷ ৪০ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন প্রোটিয়া ক্যাপ্টেন ডুমিনি৷
ম্যাচ জিতে প্রোটিয়া অধিনায়ক জেপি ডুমিনি বলেন, ‘টসের সময়ই আমি বলেছিলাম এই ম্যাচটা আমাদের কাছে সেমিফাইনাল৷ সেভাবেই আমরা খেলেছি৷ ক্লাসেন স্বাধীনভাবে ব্যাটিং করেছে৷ আমরা রান-রেটের কথা মাথায় রেখেই খেলে গিয়েছি৷ হাতে উইকেট থাকায় আমরা সহজেই ম্যাচটা জিতে নিই৷’
Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: