শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
ইনজুরি থেকে ফিরে আসায় বরাবরের মতো দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
দলে অনেকটা চমক হয়ে এসেছে পাঁচ জন নতুন মুখ। মূলত বিপিএলে ভালো করার ফল হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন তারা। নতুন পাঁচ ক্রিকেটার হলেন- আফিফ হোসেন, মেহেদী হাসান, আরিফুল হক, আবু জায়েদ রাহি এবং জিকির হাসান।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৬ ম্যাচে ৪৬ গড়ে ২৭১ রান করেছেন বাঁহাতি ব্যাটসম্যান আফিফ। সবশেষ বিপিএলে ১৮টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সাকিবের পরই ছিলেন আবু জায়েদ, ১৪ উইকেট নিয়ে তিনে ছিলেন আবু হায়দার রনি।
আবু হায়দার বাংলাদেশের হয়ে খেলেছেন পাঁচটি টি-টোয়েন্টি, এরমধ্যে সবশেষ ম্যাচটি খেলেছিলেন ২০১৬ সালের মার্চে ধরমশালায় ওমানের সঙ্গে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ম্যাচে।
আর মেহেদি হাসানও কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএলে দারুণ এক সময় কাটিয়েছেন। তার ফলই পেলেন এই অফস্পিনার।
ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে দলে জায়গা না পেলেও টি-২০ সিরিজের দলে রাখা হয়েছে সৌম্য সরকারকে।
মিরপুরে আগামী ১৫ ফেব্রুয়ারি প্রথম টি-২০তে মুখোমুখি হবে দু'দল। সিরিজের শেষ ম্যাচটি হবে ১৮ ফেব্রুয়ারি সিলেটে।
বাংলাদেশ স্কোয়াড:
১. সাকিব আল হাসান (অধিনায়ক)
২. তামিম ইকবাল
৩. সৌম্য সরকার
৪. মুশফিকুর রহিম
৫. মাহমুদুল্লাহ রিয়াদ
৬. সাব্বির রহমানৱ
৭. মোস্তাফিজুর রহমান
৮. রুবেল হোসেন
৯. মোহাম্মদ সাইফুদ্দিন
১০. আবু হায়দার রনি
১১. আরিফুল হক
১২. মেহেদী হাসান
১৩. জাকির হাসান
১৪. আফিফ হোসেন
১৫. আবু জায়েদ রাহি

No comments: