Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেহেরপুর আড্ডা ফেসবুক আয়োজিত ২৩ ফেব্রুয়ারি ২০১৮ শিকড়ের টানে ব্যাতিক্রম ভাবে দিনব্যাপী শিক্ষা সফরের আয়োজন





  
  মেহেরপুর আড্ডা ফেসবুক আয়োজিত শিক্ষা সফর ২০১৮।
 এস এম আইনুল হক।।
   মেহেরপুর আড্ডা ফেসবুক আয়োজিত ২৩ ফেব্রুয়ারি ২০১৮ শিকড়ের টানে ব্যাতিক্রম ভাবে দিনব্যাপী শিক্ষা সফরের আয়োজন করা হয়। মেহেরপুর আড্ডা ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে গড়ে তোলা হয়েছে ব্যাতিক্রম এই সংগঠন। প্রিয় এই সংগঠনটি দেশ ও বিদেশে বসবাসরত মেহেরপুরের মানুষের কাছে গ্রহণযোগ্য সংগঠন হিসেবে পরিচিত হয়েছে।এ সংগঠনের সদস্য যারা দেশে তথা ইউরোপ, আমেরিকা কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী জীবন যাপন করছেন তাদের দিকনির্দেশনায় এ শিক্ষা সফরের আয়োজন করা হয়। শিকড়ের টানে ব্যাতিক্রম এ শিক্ষা সফরের ভেনু নির্বাচন করা হয় আমঝুপি ও ভাটপাড়া কুঠিবাড়ি দর্শন এবং এর মাঝে অবস্থিত গাঁড়াডোবে উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক, সমাজ সংস্কারক ও বহু গ্রন্থের প্রণেতা বিদ্যাবিনোদ মুন্সী শেখ জমিরুদ্দীনের মাজার ও পাঠাগার পরিদর্শন। এ সমস্ত ঐতিহাসিক স্থান পরিদর্শন ছাড়া ও  কুইজ প্রতিযোগিতা পুরুস্কার বিতরণ এবং নানান রকম খাবার পরিবেশন। এ শিক্ষা সফরে প্রায় অর্ধ শত শিশু ও বিভিন্ন বয়সের নারী পুরুষ অংশগ্রহণ করেন।নীজ এলাকার ঐতিহাসিক স্থান সমূহ পরিদর্শন করে সকলে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারা সহ আনন্দ উপভোগ করেছে।উল্লেখ্য যে, আমঝুপি ও ভাটপাড়া কুঠিবাড়িতে সরকারের অর্থায়নে উন্নয়নের ব্যাবস্থা করা হলেও  বিদ্যাবিনোদ মুন্সী শেখ জমিরুদ্দীনের স্মৃতি রক্ষার্থে সরকারিভাবে তেমন কোন উন্নয়নের ছোঁয়া না লাগলেও স্থানীয় তরুণ যুবকদের প্রচেষ্টায় স্বল্প পরিসরে গড়ে তোলা হয়েছে মুন্সী জমিরউদ্দিন পাঠাগার। সময়ের প্রেক্ষিতে এবং ঐতিহাসিক ব্যাক্তির স্মৃতি রক্ষার্থে সরকারিভাবে এগিয়ে আসার জন্য এলাকাবাসী সহ সকল স্তরের মানুষের দাবী উঠেছে। ঐতিহাসিক মুজিবনগরের কারণে যেমন মেহেরপুরে পর্যটনের বিস্তার লাভ করতে শুরু করেছে তেমনি ভাবে ভাটপাড়া এবং আমঝুপি কুঠিবাড়ির মাঝখানে মুন্সী শেখ জমিরুদ্দীনের স্মৃতি বিজড়িত  স্থানকে জাগিয়ে তুলতে পারলে পযর্টকদের নিকট তথা মেহেরপুরে পর্যটনের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সৃষ্টি হবে।
  






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply