আগামী বাজেটে ইন্টারনেটের উপর নির্ধারিত ১৫ শতাংশ ভ্যাট কমানোর চিন্তা করছে সরকার।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী বেসিস সফট এক্সপো'র উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, চলতি বছরের শেষে দেশের সব এলাকা ফোরজি সেবার আওতায় আসবে। খুব শিগগিরই তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদনকারী কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশে কারখানা স্থাপন এবং পণ্য উৎপাদন শুরু করবে বলেও জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।
তিনি বলেন, 'আমরা জেলা পর্যায় পর্যন্ত ফোরজি পৌঁছে দিতে দেখেছি। আমরা প্রত্যাশা করবো, এই বছরের শেষ নাগাদ বাংলাদেশে তার অথবা তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেটের এমন কোন অবস্থা থাকবে না যাতে কেউ কেন না কোনভাবে এর সঙ্গে যুক্ত হতে না পারে। এই বাজেটে আপনার কাছে আমরা প্রত্যাশা করি, ইন্টারনেটের ওপর থেকে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে নেবেন।'
এরপর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, 'ইতিমধ্যেই আগামী বাজেট নিয়ে কাজ শুরু হয়েছে। জুন মাসে মনে হয়ে, আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত আপনাদের সমনে উপস্থাপন করতে পারবো।'
No comments: