বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, উজ্জীবিত আওয়ামী লীগ নেতাকর্মীরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সফরে যাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার। নেত্রীর আগমন উপলক্ষে উজ্জীবিত তৃণমূল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই সফরে প্রধানমন্ত্রী ৩১টি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এছাড়া আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
তার এই সফরকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশ কর্মকর্তারা।
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজশাহী নগরীর মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ উপলক্ষে সড়কে বিশালাকৃতির তোরণ, মোড়ে মোড়ে বিলবোর্ড, প্ল্যাকার্ড আর ব্যানারে ছেয়ে যাওয়ায় পুরো নগরী সেজেছে বর্ণিল সাজে। দ্রুতগতিতে এগিয়ে চলেছে জনসভাস্থলের প্যান্ডেল তৈরির কাজও। প্রধানমন্ত্রীর আগমনে উজ্জীবিত জেলা, উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
কয়েকজন নেতা বলেন, 'আলোক সজ্জা থেকে শুরু করে দেয়াল লিখন, প্ল্যাকার্ড পোস্টার দিয়ে গোটা রাজশাহী শহর আমরা ভরে দিয়েছি। প্রধানমন্ত্রী আসছেন বিধায় আমরা কিছু না কিছু পাবো। সেই প্রত্যাশার জায়গা থেকেই মহানগরের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।'
জনসভায় যোগ দিয়ে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণ, মেট্রোপলিটন এলাকায় নতুন ৮টি থানা সংযোজন, দুটি বিদ্যুৎ উপকেন্দ্র তৈরি ও বারনয় নদীতে রাবার ড্যাম প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ৩১টি উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, 'পাইপ লাইনের গ্যাস দিয়ে রাজশাহীতে কলকারখানা তৈরির মাধ্যমে কর্ম সংস্থান বৃদ্ধি করা সম্ভব। বিভিন্ন কৃষি ভিত্তিক শিল্পায়ন বা এগ্রো-বেজ প্রকল্প রয়েছে।'
দলটির নেতারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন । রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, 'প্রধানমন্ত্রী বাংলাদেশকে আজকে যে জায়গাই নিয়ে গেছে। যেভাবে তিনি উন্নয়ন করছেন তাকে অন্তত এক ঝলক দেখার জন্যে যাবেন এবং মুখের কথা শুনবেন দলের নেতাকর্মীরা।'
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার কথা জানান নগর পুলিশের এই কর্মকর্তা।উপ-পুলিশ কমিশনার আমির জাফর বলেন, চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ২২ তারিখের অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে হয় তার জন্যে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোরের কাদিরাবাদ দয়রামপুর ক্যান্টনমেন্টে ষষ্ঠ ইঞ্জিনিয়ার কোর পুনর্মিলনী এবং বার্ষিক অধিনায়ক সম্মেলনে যোগ দিবেন।
No comments: