১১ থেকে ১৪ মার্চ সিঙ্গাপুর সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্রমন্ত্রী
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী শিয়েন লং এর আমন্ত্রণে আগামী ১১ থেকে ১৪ মার্চ দেশটিতে সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে নিজ দপ্তরে এ সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। জানান, আসন্ন এ সফরে বেসামরিক বিমান চলাচল, বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে ৬টি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি ৮ থেকে ১২ মার্চ ভারতে সরকারি সফর করবেন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোংয়ের আমন্ত্রণে আগামী ১১ মার্চ চারদিনের এই সফরে রওনা হবেন শেখ হাসিনা। এই সফরে তিনি দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সে দেশের ব্যবসায়ীদের সঙ্গে বসবেন।
তিনি আরও বলেন, সিঙ্গাপুর বর্তমানে আসিয়ানের নেতৃত্বে রয়েছে। ফলে প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিক দিক দিয়েও গুরুত্বপূর্ণ। তিনি রোহিঙ্গা সঙ্কট নিরসনে সিঙ্গাপুর সরকারের সহযোগিতা চাইবেন। চার দিনের সফর শেষে শেখ হাসিনার ১৪ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।
No comments: