শাসক নয়, জনগণের সেবক হিসেবে সরকার কাজ করছে'---প্রধানমন্ত্রী শেখ হাসিনা
'শাসক নয়, জনগণের সেবক হিসেবে সরকার কাজ করছে'---প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোন প্রয়োজনে সেনাবাহিনী সরকারকে সহযোগিতার মাধ্যমে জনগণের পাশে দাঁড়াবে। বাংলাদেশের আন্তর্জাতিকভাবে অর্জিত সুনাম ধরে রাখতেও তাদের প্রতি আহ্বান জানান তিনি। ঢাকাসহ বিভিন্ন সেনানিবাসের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জঙ্গিবাদের যে কোনো হুমকি মোকাবিলায় সক্ষম বাংলাদেশ। শাসক নয়, জনগণের সেবক হিসেবে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের সরকার সর্বদায় সেবক হিসেবে দেশ শাসন করতে চায়, শাসক হিসেবে নয়। জনগণের সেবা করার জন্য সেনাবাহিনীর সার্বক্ষণিক সহযোগিতা আমি পেয়েছি। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার জন্য যখনই সেনাবাহিনীকে প্রয়োজন হবে তখনই তাদের পাওয়া যাবে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস।
কারণ আমাদের মনে রাখতে হবে দেশটা আমাদের, দেশের মানুষগুলোও আমাদের। বাংলাদেশের মানুষের সার্বিক উন্নতির এটাই হচ্ছে আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত থাকবে সেটা আমরা চাই না।
আমরা সকলের সার্বিক উন্নতি চাই। আমরা সরকারে থাকি আর বেসরকারিতে থাকি না কেন সবসময় দেশের উন্নতির জন্য সব কিছুর পরিকল্পনা করি।'
No comments: