নারায়ণগঞ্জে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। এছাড়া বন্দুকযুদ্ধে সাভারে আরো এক ডাকাত সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ
গতরাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের শান্তিবাজার এলাকায় কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে সুমন নামে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। এসময় দুই রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়।
সাভার
একইসময় সাভারের টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে ডাকাতির প্রস্তুতির খবর শুনে অভিযান চালায় পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত দলের এক সদস্যকে আটক করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত দলের সদস্য নিহত হয়েছে।
Tag: others Zilla News
No comments: