বিরাটদের কিংস বধে তিন নম্বরে নাইটরা
ইন্দোর: ১০ উইকেটে ‘কিংস বধ’ রয়্যালবাহিনীর৷ কিংস ইলেভেন পঞ্জাবকে উড়িয়ে দিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল বিরাটবাহিনী৷ সোমবার ইন্দোরের হোলকর স্টেডিয়ামে কিংস ইলেভেনের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচের আগে বিরাট ও তাঁর সতীর্থদের বার্তা দিয়েছিলেন ‘ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি’৷ বিরাটদের এই জয়ে লিগ টেবলে কেকেআর তিন নম্বরে উঠে এল কেকেআর৷
প্রিয়তমার মেসেজে উজ্জীবিত রয়্যাল ক্যাপ্টেন৷‘ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি’-র মেসেজে মাঠে সেরাটা দেন বিরাটের সতীর্থরাও৷ কিংস ইলেভেন-কে হারিয়ে প্লে-অফে যাওয়ার ক্ষীণ আশা জিইয়ে রাখল বিরাটবাহিনী৷ ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স এখনও লিগ টেবলে সাত নম্বরে থাকলেও এদিন ১০ উইকেটে জেতায় রান-রেটে অনেক উন্নতি করল বিরাটরা৷ শেষ দু’টি ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসকে হারালে প্লে-অফের সম্ভাবনা থাকবে রয়্যালবিগ্রেডের৷
টানা ১০ বছর রয়্যাল জার্সি গায়ে চাপালেও আইপিএল ট্রফিটা তুলে ধরার সুযোগ হয়নি কোহলির৷ বেশ কয়েকবার ফাইনালে উঠলেও ব্যর্থতায় হাত লাগে বিরাটের৷ এবার একটু বাড়িত আশা নিয়েই আইপিএলের মঞ্চে নেমে ছিলেন বিরাট৷ শুরুটা মন্দ না-হলে টুর্নামেন্টের মাঝে টানা কয়েকটি ম্যাচ হেরে ব্যাকফুটে চলেে যায় আরসিবি৷
বলিউড কুইন অনুষ্কা শর্মাকে বিয়ের পর প্রথম আইপিএল খেলছেন বিরাট৷ এদিন কিংসের বিরুদ্ধে লড়াইয়ের আগে বিরাট ও তাঁর সতীর্থদের বার্তা দেন অনুষ্কা৷ বিরাট কোহলি লেখা জার্সি পড়ে টুইটারে তা পোস্ট করেন বিরাটপত্মী৷ ক্যাপশনে লেখেন ‘কাম অন বয়েজ’৷
ক্যাপ্টেন পত্নীর এই বার্তায় শরীরিভাষা বদলে যায় রয়্যাল ক্রিকেটারদের৷ শুরুতেই কিংসের পাঁচ উইকেট তুলে নিয়ে স্বপ্নের শুরু করে বিরাট অ্যান্ড কোং৷ মাত্র ৬১ রানে পাঁচ উইকেট হারিয় প্রীতি জিন্টার দল৷ টস জিতে এদিন কিংস ইলেভেনকে ব্যাট করতে পাঠান বিরাট৷ লোকেশ রাহুল ও ক্রিস গেইল ধামাকাদার শুরু করলেও দ্রুত পাঁচ উইকেট তুলে নিয়ে কিংসদের ব্যাকফুটে ঠেলে দেয় বিরাটবাহিনী৷ তার পর নিয়মিত উইকেট হারিয়ে ১৫.১ ওভারে মাত্র ৮৮ রানে শেষ হয়ে যায় কিংস ইলেভেন৷
রান তাড়া করতে নেমে কোনও উইকেট না-হারিয়ে মাত্র ৮.১ ওভারে ম্যাচ জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স৷ বিরাট ৪৮ ও পার্থিব প্যাটেল ৪০ রানে অপরাজিত থাকেন৷ ২৮ বলের ইনিংসে দু’টি ওভার বাউন্ডারি এবং হাফ-ডজন বাউন্ডারি মারেন রয়্যাল ক্যাপ্টেন৷ আর ২২ বলে সাতটি চারের সাহায্যে ৪০ রান করেন পার্থিব৷ ততে ২৪ রান খরচ করে তিন উইকেট তুুলে নিয়ে ম্যাচের সেরা উমেশ যাদব৷ বিরাটদের কাছে বড় ব্যবধানে হেরে পাঁচ নম্বরে নেমে গেল প্রীতি জিন্টার দল৷

No comments: