ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের
গাজীপুরে এবার দুই বাসের রেষারেষিতে এক বাসের হেলপার নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম রামচরণ সরকার (৩০)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল এলাকার সন্তোষ সরকারের ছেলে।
পুলিশ জানায়, ঢাকাগামী আজমেরী গ্লোরি পরিবহনের দুটি বাস পাল্লা দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
সালনা হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জানান, কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজমেরী গ্লোরি পরিবহনের দুটি বাস পাল্লা দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ওই সময় গ্লোরি পরিবহনের বাসের দরজার সামনে দিকে দাঁড়িয়ে ছিল হেলপার রামচরণ সরকার।
একপর্যায়ে একটি বাস আরেকটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় দুই বাসের মাঝে চাপা পড়ে রামচরণ সরকার। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের
Tag: others Zilla News

No comments: