ঈদের আগে ও পরে ফেরিতে ট্রাক ওঠানামায় নিষেধাজ্ঞা--শাজাহান খান
ঈদের তিনদিন আগে থেকে পরবর্তী সাত দিন পর্যন্ত ফেরিতে নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী ছাড়া অন্যান্য ট্রাক ওঠানো যাবেনা।
রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে আয়োজিত এক সভায় এ নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। এসময় মন্ত্রী আরও জানান, ঈদে এ বছর নৌপথে ভাড়া বাড়ানো যাবেনা।
এ সময় শাজাহান খান বলেন, শুধু নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী ছাড়া ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই বছর কোন ভাড়া বৃদ্ধি হবে না। গার্মেন্টস-এ পর্যায়েক্রমে ছুটি দেয়ার জন্যে আমরা বিজেএমইএ ও বিকেএমইএ'র সঙ্গে কথা বলবো।
ঈদের আগে ও পরে ফেরিতে ট্রাক ওঠানামায় নিষেধাজ্ঞা--শাজাহান খান
Tag: others
No comments: