ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে কিলাউয়া আগ্নেয়গিরি, আকাশ ঢাকা ছাইয়ে
হনলুলু: প্রায় প্রতিদিন নিত্যনতুন মুখ খুলছে হাওয়াই দ্বীপের কালাউয়া আগ্নেয়গিরির৷ বাড়ছে লাভাস্রোতের উদগীরণও৷ রবিবার ১০০০ মিটার লম্বা একটি জ্বালামুখ খুলে গিয়েছে৷ ক্রমশ সেখান থেকে লাভা নির্গত হচ্ছে বলে খবর৷
আতঙ্কিত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে৷ পুড়ে ছাই একাধক ঘরবাড়ি৷ যেভাবে বিস্ফোরণের শব্দে লাভা নির্গত হচ্ছে, ভূবিজ্ঞানীরা এর নাম দিয়েছেন এক্সপ্লোসিভ ইরাপসন৷ লাভার স্রোতে গত দুদিনে অন্তত ২৬টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
ইতিমধ্যে হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছেন৷ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানাচ্ছে, তেসরা মে থেকে কিলাউয়া আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ শুরু হয়েছে। জরুরি পরিস্থিতি জারি করা হয়েছে কিলাউয়া এলাকায়।
তিনি আরো বলেন, এর আগেই স্থানীয়দের সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যারা সে সময় যাননি, জীবন বাঁচাতে তারাও অন্যত্র চলে যাচ্ছেন।
যে কোনো সময় আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হতে পারে বলে ধারণাও করেছিলেন বিশেষজ্ঞরা। রবিবার থেকেই লাভা নির্গত হওয়া শুরু হয়েছে। জানা গিয়েছে গত শুক্রবার ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর আগ্নেয়গিরি জেগে ওঠে।

No comments: