লড়াই হয়েছে গ্যালারিতেও!
মাঠে লড়েছে দুই দলের ২২ জন। তবে গ্যালারিতে আরও দু'জনের লড়াই চলছিলো একটু অন্যরকমভাবে।
বিশ্বকাপের উদ্বোধন শেষে ভিভআইপি গ্যালারিতে গিয়ে বসলেন পুতিন। সঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। দুই জনের আসনের ঠিক মাঝখানে ছিলো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আসনটি। ঠিক যেনে দু'জনের মাঝে রেফারির দায়িত্বটি তাঁর।
লড়াই হয়েছে গ্যালারিতেও!
Tag: world

No comments: