প্রথমার্ধে এগিয়ে রাশিয়া
গোল দিয়ে সৌদি যুবরাজের সঙ্গে হাত মেলালেন পুতিন
শুরু দিকে রাশিয়ার গোলটি ভাড়া বাকি খেলায় বেশ ভারসাম্য ছিলো দুই দলের। তবে ম্যাচের সময় বাড়ার সঙ্গে সঙ্গে আধিপত্য বিস্তার করতে থাকে স্বাগতিক রাশিয়া। বেশ কিছু বিচ্ছিন্ন আক্রমণ করলেও গোলের দেখা পায়নি সৌদি আরব।
রাশিয়া বিশ্বকাপের প্রথম গোলটি করলেন স্বাগতিক দলের ইওরি গাজিনস্কি। খেলার ১২ মিনিটে বাম প্রান্ত থেকে গ্লোভিনের বাঁকানো কিকে দারুণভাবে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান গাজিনস্কি।
এর তিন মিনিট পরেই ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছিলো রাশিয়া। তবে সৌদি গোলরক্ষকের দারুণ নৈপুণ্যে সে যাত্রায় রক্ষা পায় সৌদি।
ম্যাচের ২০ মিনিটে সমতায় ফেরার সুযোগ ছিলো সৌদির। তবে সাহলাবি হেডটা বার বাতাস লাগিয়ে বাইরে চলে যায়।
তবে ৪৩ মিনিটে দু'জন ডিফেন্ডারকে কাটিয়ে চেরশিভের দারুণ গোলে ব্যাবধান বাড়ায় রাশিয়া।
প্রথমার্ধ্বে ৬৩ শতাংশ বলের দখল রাখা স্বাগতিকরা গোলে দুবার সফল আক্রমণ করলেও ৩৭ শতাংশ বলের দখল নিয়ে গোলমুখে একটাও বিশুদ্ধ শট নিতে পারেনি সৌদি আরব।
রাশিয়ার মাঠে বিশ্বকাপটাই গড়াচ্ছে প্রথমবার। আজ বৃহস্পতিবার ২১তম আসরের শুরুর ম্যাচে এবারের বিশ্বকাপ দেখা পেল যেসব প্রথমের, এক নজরে তুলে ধরা হলো সেই রকমই কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা :
প্রথম ম্যাচ : রাশিয়া-সৌদি আরব
প্রথম ম্যাচের রেফারি : নেস্টর পিটানা (আর্জেন্টিনা)
প্রথম কিক : সৌদি আরব
প্রথম কর্নার : রাশিয়া
প্রথম থ্রো : সৌদি আরব
প্রথম গোল : ইউরি গাজিন্সকাই (রাশিয়া)
প্রথম ফাউল : সৌদি আরব ( করেছেন-ওমার হাও
প্রথম ফ্রি-কিক : রাশিয়া (নিয়েছেন- আলেকজান্ডার সামেদভ)

No comments: