ঈদে ঘরে ফেরা যাত্রীদের জন্য নৌপথে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা: নৌমন্ত্রী
ঈদে ঘরে ফেরা যাত্রীদের জন্য নৌপথে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা: নৌমন্ত্রী
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ঈদে যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে নৌপথে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদ উপলক্ষে মন্ত্রনালয়ের অফিসার, জেলা প্রশাসন, ম্যাজিস্ট্রেট, র্যাব ও পুলিশ ঘাট এলাকায় দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত ১টি ফেরি বাড়ানো হয়েছে। দূর্যোগপূর্ন আবহাওয়া সামাল দিতে লঞ্চ চালক ও লঞ্চ মালিকদের কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে । যাতে এবার ঈদে যাত্রীরা যেনো কোন রকম দূর্ভোগের শিকার না হয়।
এছাড়াও উভয় ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন পরিবহন অতিরিক্ত যাত্রী বহন করলে সংশ্লিষ্ট বিভাগ সেই দায়ভার গ্রহণ করবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরে ফেরার পথে কাঁঠালবাড়ী ফেরিঘাটে নেমে সাংবাদিকদের একথা বলেন।
প্রতিটি লঞ্চ,স্পিডবোট, ফেরিতেই ছিল যাত্রীদের উল্লেখযোগ্য চাপ। আবহাওয়া কিছুটা খারাপ থাকায় লঞ্চের পাশাপাশি ফেরিতেও যাত্রীরা পার হচ্ছে।
বর্তমানে এ নৌরুটে ৮৭টি লঞ্চ, ২ শতাধিক স্পিডবোট ও ১৯টি ফেরি যাত্রী সেবায় নিয়োজিত রয়েছে
Tag: others Zilla News

No comments: