রাজধানীতে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা
রাজধানীর উত্তর বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী (৫৪) নিহত হয়েছেন। বাড্ডা থানার পরিদর্শক(তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে উত্তর বাড্ডার আলীর মোড়ে বায়তুস সালাম জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পরিদর্শক নজরুল ইসলাম বলেন, ফরহান আলী জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন। তখনই গুলির ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রাজধানীতে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা
Tag: others

No comments: