আইসিইউ-তে ভরতি গুরুতর অসুস্থ নওয়াজ পত্নী কুলসুম
লন্ডন: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পত্নী কুলসুম নওয়াজ। বৃহস্পতিবার গভীর রাতে ট্যুইট করে এই খবর জানিয়েছেন তাঁর কন্যা মারিয়াম নওয়াজ।
জিও নিউজে প্রকাশিত খবর অনুসারে, দীর্ঘ দিন ধরেই হৃদরোগে ভুগছিলেন কুলসুম নওয়াজ। বৃহস্পতিবার সকালের দিকে তা অত্যন্ত বাড়াবাড়ির আকার নেয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভরতি করা হয়।
-
এই মুহূর্তে তিনি রয়েছেন রানীর দেশ ইংল্যান্ডের রাজধানী শহর লন্ডনে। ওই শহরের একটি ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভরতি করা হয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর ঘরণীকে।
কুলসুম নওয়াজের শারীরিক অবস্থা প্রতিকূল থাকার
মায়ের শারীরিক অসুস্থতার খবর জানান মারিয়াম নওয়াজ পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রার্থী। আগামি মাসের ২৫ তারিখে ওই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

No comments: