বিএনপির রাজনীতি খালেদার হাঁটু-কোমর ব্যথায় আটকা----’ ড. হাছান মাহমুদ।
প্যারোলে মুক্তির মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে দেশ ত্যাগের সুযোগ করে দিতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার (১৫ জুন) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের প্যারোলে মুক্তির আবেদনের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিএনপিকে উদ্দেশ্য করে ড. হাছান মাহমুদ বলেন, ‘সরকারের নানামূখী পদক্ষেপের কারণে দেশের মানুষ নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারছে। সড়কে মেরামতের কাজ দ্রুত চলেছে। যদিও বিএনপি বরাবরই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গতকালও বলেছে। সামগ্রিকভাবে বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তাদের সমস্ত রাজনীতি বেগম জিয়ার হাঁটু আর কোমর ব্যথার মধ্যে আটকে গেছে। তাদের সমস্ত মাথা ব্যথা এখন বেগম জিয়ার স্বাস্থ্য আর হাঁটু ও কোমরের ব্যথা নিয়ে। বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা ও উন্নত বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই।’
তিনি আরও বলেন, ‘বেগম জিয়ার হাঁটুর ব্যথা বহু দিন আগের। এই ব্যথা নিয়ে তিনি প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপি চেয়ারপার্সনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। আমরা জেলে যাওয়ার আগে দেখতে পেলাম, হাত ধরে গাড়ি থেকে নামানো হতো, আবার হাত ধরে গাড়িতে ওঠানো হতো। তিনি তার স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজে গিয়েছিলেন। তখন তিনি কারো হাত ধরা ছাড়াই গাড়ি থেকে নামলেন, আবার হাত ধরা ছাড়াই গাড়িতে ওঠলেন। এতে স্বাভাবিকভাবেই মনে হয়, কারাবন্দি হওয়ার পর ওনার স্বাস্থ্য ভালো হয়েছে।’
হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা বলছেন-শেখ হাসিনা প্যারোলে মুক্তি নিয়েছেন। তিনি কখনোই প্যারোলে মুক্তি নেননি। মৃত্যুঝুঁকি মাথায় নিয়ে তিনি দেশে ফিরেছিলেন। শেখ হাসিনার পলায়নপর মনোবৃত্তি নেই। বিএনপি নেতাদের কথায় মনে হচ্ছে খালেদা জিয়া পলায়নপর মনোবৃত্তি দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
No comments: