Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » চাঁদপুরের প্রায় ৪০টি গ্রামে শুক্রবার ঈদ-উল-ফিতর পালিত হবে বলে জানিয়েছে সাদ্রা দরবার কর্তৃপক্ষ।





চাঁদপুরের প্রায় ৪০টি গ্রামে শুক্রবার ঈদ-উল-ফিতর পালিত হবে বলে জানিয়েছে সাদ্রা দরবার কর্তৃপক্ষ।

জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামের মুসলিম ধর্মাবলম্বীরা প্রায় ৮৭ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহাসহ ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে।


যে গ্রামগুলোতে শুক্রবার ঈদ হবে, সেগুলো হচ্ছে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, জাঁকনি, প্রতাপপুর, গোবিন্দপুর, দক্ষিণ বলাখাল, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার ও বেলচো; ফরিদগঞ্জ উপজেলার নূরপুর, শাচনমেঘ, ষোলা, হাঁসা, চরদুখিয়া, সেনাগাঁও, বাসারা উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা ও কাইতাড়া; মতলব দক্ষিণ উপজেলার মোহনপুর, পাঁচআনী ও দশআনী  এবং কচুয়া উপজেলার উজানি গ্রাম।

এছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, শরীয়তপুর, মাদারীপুর ও চট্টগ্রাম জেলার কয়েকটি জায়গা শুক্রবার ঈদ হবে।

উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা হামিদিয়া দাখিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আবু ইছহাক ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন। ইছহাকের মৃত্যুর পর তার ছয় ছেলেও তা চালিয়ে যাচ্ছেন।

ইছহাকের বড় ছেলে আবু যোফার আবদুল হাই বলেন, শুক্রবার সকালে সাদ্রা হামিদিয়া দাখিল মাদরাসা মাঠে ঈদুল ফিতরের নামাজ পড়া হবে।
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply