
শুল্ককে কেন্দ্র করে বাণিজ্যিক যুদ্ধে মুখোমুখি চিন-আমেরিকা
বেজিং: উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নতির পথে এগোলেও, চিনের সঙ্গে সম্পর্ক ক্রমশই খারাপ হচ্ছে আমেরিকার৷ চিন থেকে আমদানিকৃত দ্রব্যের ওপর, শুক্রবার ২৫শতাংশ শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ আর তারই জেরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক যুদ্ধ শুরু হয়ে গেল বলেই মনে করছে বিভিন্ন মহল৷
ট্রাম্পের এই ঘোষণাতে বেজিং ক্ষোভ প্রকাশ করলেও মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, বেজিং প্রত্যুত্তর দিতে গেলে ৫,০০০ কোটি ডলারের পর এবার ১০,০০০ কোটি ডলারের চিনা দ্রব্যে শুল্ক বসাবে ওয়াশিংটন৷ এই আমদানি শুল্ক ৮০০ প্রকারের দ্রব্যে আরোপ করা হবে এবং তা আগামী ৬জুলাই থেকে কার্যকর হবে৷
অবাধ বাণিজ্যে নিয়ম না মানার অভিযোগ ছিল চিনের বিরুদ্ধে৷ শুক্রবার বাণিজ্য সচিব উইলবার রস-সহ কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকের পরেই শুল্ক চাপানোয় সায় দেওয়ার কথা জানান ট্রাম্প। মার্চেই ট্রাম্প ঘোষণা করেছিলেন, আমদানিকৃত চিনা দ্রব্যের ওপর ৫০,০০০ কোটির জরিমানা করা হবে৷
চিন থেকে আমদানিকৃত যে সব দ্রব্যের ওপর শুল্ক বসানোর কথা বলা হয়েছিল সেই তালিকায় ফ্ল্যাট স্ক্রিনের টেলিভিশন, চিকিৎসার উপকরণ, বিমানের উপকরণ সহ আরও বহু কিছু রয়েছে৷ তবে চিনও যে জবাব দেবে তেমনটাই মনে করছে অনেকে৷ আর এই বাণিজ্যিক যুদ্ধ শুরু হলে অনেক কিছুর ওপরেই যে প্রভাব পড়বে তেমনটাই আশঙ্কা করা হচ্ছে৷
No comments: