ঈদের পর রাজপথে বিএনপি
ঈদের পর রাজপথে বিএনপি
দীর্ঘ দিনের আন্দোলন খড়া কাটিয়ে ঈদের পর রাজপথের কর্মসূচি নিয়ে মাঠে নামতে চায় বিএনপি। খালেদা জিয়ার মুক্তি এবং আগামী নির্বাচনকে সামনে রেখে ঘরোয়া কর্মসূচির বাইরে রাজপথের আন্দোলনকেই বেছে নিতে চায় বিএনপি। তবে কোনো সহিংস কর্মসূচিতে না যাওয়ার কথাও বলেছেন বিএনপি নেতারা।
দীর্ঘদিন থেকে কারাগারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। নানা আইনি জটিলতায় শিগগিরই মুক্তি মিলছে না তার। চলতি বছরের শেষ দিকেই জাতীয় নির্বাচন হওয়ার কথা।
বিএনপি’র দাবি অনুযায়ী এখনও অমীমাংসিত নির্বাচনের সময়ের সরকার পদ্ধতি। এ অবস্থায় পুলিশের বাধায় ঘরোয়া কর্মসূচিতে সীমাবদ্ধ বিএনপির রাজনীতি।
ঈদের পর পরিস্থিতি বুঝে কর্মসূচি দেয়া হবে জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, যে কোনো সময় আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়তে পারে।ঈদের পর রাজপথে বিএনপি
ঈদের পর পরই রয়েছে গাজীপুর সিটি নির্বাচন। নেতারা বলছেন, আন্দোলনের অংশ হিসেবে ওই নির্বাচনেও সরব থাকবে বিএনপি। পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতিও শুরু করেছেন দলটির নেতাকর্মীরা
No comments: