Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » শব্দের কারণে বড় টোরামা নিষিদ্ধ করেছে ফিফা






এমনিতেই বিচিত্র ধরণের বাদ্যযন্ত্রের দেখা মেলে রাশিয়ায়। বিশ্বকাপ উপলক্ষ্যে বাদ্যযন্ত্রের বাহারে রাশিয়ানরা তাক লাগিয়ে দিচ্ছেন বিদেশি পর্যটকদের। তেমনি এক বাদ্যযন্ত্রের নাম টোরামা। তবে বড় আকারের টোরামার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা।


রাশিয়ার বর্ণিল শহর সারান্সক। এবারের বিশ্বকাপের আয়োজক ১১টি শহরের মধ্যে অন্যতম এই সারান্সকের সুনাম আছে বিচিত্র ধরণের বাদ্যযন্ত্রের জন্যেও।

"টোরামা" প্রস্তুতকারক অ্যালেক্সান্ডার গোসেভ বলেন, একটা সময় এ অঞ্চলে মোটর রেসিং খুব জনপ্রিয় ছিল। তখন আমি বড় আকারের "টোরামা" নিয়ে যেতাম। সারাক্ষণ সেটা বাজাতাম। আশেপাশে থাকা মানুষ অনেক উৎসাহ দিত। মজার ব্যাপার হচ্ছে, আকার অনুযায়ী বাঁশির মতই এর আওয়াজে বিচিত্রতা আছে। টোরামার বাজনারও নিজস্ব বৈশিষ্ট্য আছে।

টোরামার সুর অনেকটা এরকমই। টোরামা ছাড়া এখানকার উৎসব একেবারেই অসম্পূর্ণ। বিয়েসহ সব অনুষ্ঠানে টোরামা থাকবেই। তবে উচ্চ শব্দের কারণে বিশ্বকাপ স্টেডিয়ামে বড় আকারের টোরামা নিষিদ্ধ করেছে ফিফা। তাই বিকল্প পথ বেছে নিয়েছেন স্থানীয়রা।

সারানস্ক শহরের এক ভাঁটি কারখানার তত্ত্বাবধায়ক ভাসিলি গর্নস্তেভ বলেন, টোরামা আমাদের সংস্কৃতির অংশ। এর আওয়াজ আমদেরকে এক ছায়াতলে নিয়ে আসে। বড় টোরামা নিষিদ্ধ করায় স্টেডিয়ামের উপযোগী বিশেষ ধরনের টোরামা বানিয়েছি আমরা ।

কাঠ দিয়ে বানানো এই যন্ত্রের আওয়াজ নির্ভর করে এর আকারের ওপর। বিশ্বকাপের মাধ্যমে টোরামা বিশ্বজুড়ে স্বীকৃতি পাবে এমনটাই আশা রাশিয়ানদের।







«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply