বিশ্বকাপ প্রায় শেষের পথে আর তাই ক্লাব পর্যায়ে দলবদলের গুঞ্জনের পালে প্রতিদিনের নিত্য নতুন হাওয়া বইছে। এবারের মৌসুমে সবচেয়ে বড় যে শিরোনামটি সবার নজর কেড়েছে তা হচ্ছে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৯ সাল থেকে স্প্যানিশ দলটির হয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্যা উচ্চতায়। ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের দিনই। লিভারপুলের বিপক্ষে শিরোপা জেতার পরই পর্তুগিজ ফরোয়ার্ড জানিয়েছিলেন, বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। অন্যদিকে স্প্যানিশ গণমাধ্যমগুলো তো ৩৩ বছর বয়সী এই তারকা জোর করেই পাঠিয়ে দিচ্ছেন জুভেন্টাসে। যদি ইতালিয়ান চ্যাম্পিয়ন দলটির সঙ্গে নতুন চুক্তি করেন পাঁচবারের ব্যালন ডি অ’র জয়ী। তাহলে তার পরিবর্তে রিয়ালের হয়ে কে যোগ দিচ্ছেন সেটিই সবচেয় বড় প্রশ্ন।
বিশ্বের অন্যতম সেরা দলটি গত কয়েক মৌসুমে চ্যাম্পিয়নস লিগে নিজেদের সেরাটা দিতে পারলেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সোলনার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে পেরে উঠছে না। শুধু তাই নয় নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেতিকো মাদ্রিদের বিপক্ষে হারতে হচ্ছে। আর তাই প্রতিবারের মতো রিয়ালের বিশেষ নজর রয়েছে চলতি বিশ্বকাপেও।
২০১০ বিশ্বকাপ পর জার্মান তারকা মেসুত ওজিলকে দলে ভিড়িয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী তারকা হামেস রদ্রিগেজকেও সই করায় রিয়াল শিবির।
রাশিয়া বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে বেলজিয়াম। ওই ম্যাচে গোল না পেলেও অসাধারণ নিজের অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন দলটির অধিনায়ক এইডেন হ্যাজার্ড।
লস ব্লাঙ্কোসদের সাবেক কোচ জিনেদিন জিদানের বিশেষ দুর্বলতা ছিল চেলসির এই মিডফিল্ডারের প্রতি। ইংলিশ ক্লাবটি বর্তমান বস এন্তোনিও কন্তের সঙ্গেও বর্তমান স্কোয়াডের সর্ম্পকের টানাপোড়েন চলছে এমন খবরও চাউর রয়েছে।
আর তাই ঐতিহ্যবাহী ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লেরেন্টিনো পেরেজ এমন সুযোগটি নিশ্চিত মিস করতে চাইবেন না। এমনটাই জানাচ্ছে মার্কা।
মাদ্রিদ ভিত্তিক প্রভাবশালী এই গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে, বেলজিয়ামের হয়ে ৯০ ম্যাচে ২৪ গোল করা এই প্লে মেকারকে সান্তিয়াগো বার্নাবুর ড্রেসিং রুমে দেখা গেলে অবাক হবার কিছুই নেই।

No comments: