
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়ার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ তিন পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (০৭ জুলাই) দুপুরে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-বাহিনীর ডুবুরি দল যৌথভাবে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
শনিবার (০৭ জুলাই) সকালে বাঁশবাড়িয়া সৈকতে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে এ উদ্ধার কাজ শুরু হয়। এ সময় সৈকতে উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে ভিড় করতে থাকেন স্বজনরা।
উদ্ধার তৎপরতার একপর্যায়ে দুপুরে সাইফুল, আলাউদ্দিন ও ইয়াছিনের লাশ উদ্ধার করা হয়। এদিকে, সমুদ্র সর্ম্পকে জ্ঞান না থাকা এবং সচেতনতার অভাবে এসব দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন বাঁশবাড়িয়া ঘাট কর্তৃপক্ষ।
শুক্রবার (৬ জুলাই) দুপুরে একই পরিবারের ২৩ সদস্যের মধ্যে ৪ জন সৈকতে গোসল করতে নামেন। এসময় জোয়ারের পানিতে তিন জন নিখোঁজ হন।
সমুদ্রে নিখোঁজ ৩ পর্যটকের লাশ উদ্ধার
Tag: others
No comments: