Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তেল নিষেধাজ্ঞা ওপেককে দুর্বল করবে








ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেককে দুর্বল করে ফেলবে। ৭ জুলাই শনিবার ইরানের তেলমন্ত্রীর উপদেষ্টা ও সংসদ সদস্য মোয়ায়েদ হোসেইনি সাদ্র এমনটা বলেন। খবর ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি।
মোয়ায়েদ হোসেইনি সাদ্র বলেন, এ ধরনের অব্যাহত নিষেধাজ্ঞার কারণে ভবিষ্যতে ওপেকের মতো কোনও সংস্থা অবশিষ্ট থাকবে না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র মনে করছে সৌদি আরবকে দিয়ে বাড়তি তেল উৎপাদন করে ঘাটতি পূরণ করবে। কিন্তু তাদের জানা উচিত যে, এই পদক্ষেপে ওপেকের পরিকল্পনা বাধাগ্রস্ত হবে। কারণ বিশ্বের মোট তেল উৎপাদনের শতকরা পাঁচ ভাগ তেল উত্তোলন করে ইরান। ইরানের এই অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইরানের এ কর্মকর্তা আরও বলেন, তেহরান তার ক্রেতাদেরকে হারাবে না। কারণ বহু কোম্পানি ইরান থেকে তেল কিনতে আগ্রহ প্রকাশ করছে।
উল্লেখ্য, গত ৮ মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৪ নভেম্বর সে নিষেধাজ্ঞা কার্যকর করবে এবং ইরানকে কোনও তেল বিক্রি করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply