
কাজ শেষ হয়েছে ছয় মাস আগে তারপরও চালু হয়নি সাতক্ষীরার পানি শোধনাগার প্রকল্প। চালু করার নির্ধারিত সময় থেকে এক বছর মেয়াদও বাড়িয়ে নেয় ঠিকাদার। কেন এই দেরি, তার স্পষ্ট উত্তর নেই কারো কাছে। অথচ এই পৌরসভার মানুষের পানির সংকটে নাজেহাল অবস্থা।
সাতক্ষীরা পৌরসভায় দেড় লাখ মানুষের জন্য প্রতিদিন প্রয়োজন ১কোটি ৩৫ লাখ লিটার পানি। সরবরাহ হচ্ছে ৬৫ লাখ লিটার। যতটুকু পাওয়া যাচ্ছে তাতেও ময়লা-দুর্গন্ধ।
পানির সংকট মেটাতে বাটকেখালী এলাকায় ২০১৪ সালে ১২ কোটি টাকা ব্যয়ে শুরু হয় পানি শোধনাগার কেন্দ্রের নির্মাণ কাজ। ২০১৬ সালে এটি চালুর কথা থাকলেও এখনও হয়নি।
প্রকল্পের ঠিকাদারের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ স্থানীয়দের। তদন্তে সত্যতা মিললেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
নতুন কেন্দ্রে শিগগির পানি শোধন ও সরবরাহ শুরু হবে বলে জানালো কর্তৃপক্ষ।
প্রকল্পটি চালু হলে ঘণ্টায় তিন লাখ ৫০ হাজার লিটার পানি শোধন সম্ভব হবে। এতে পূরণ হবে পৌরবাসীর চাহিদা।
পানি সংকটে নাজেহাল অবস্থা সাতক্ষীরা পৌরবাসী
Tag: others Zilla News
No comments: