
মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার চায় জার্মানির জনগণ। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। ওই জরিপে জার্মানির বেশিরভাগ মানুষ তাদের দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পক্ষে মতামত দিয়েছে। খবর ইন্ডিপেনডেন্ট, প্রেসটিভি।
বার্তা সংস্থা ডিপিএ’র হয়ে ‘ইউগভ’ নামে একটি সংস্থা জনমত জরিপ পরিচালনা করেছে। জরিপে দেখা গেছে - শতকরা ৪২ ভাগ জার্মান নাগরিক চায়- তাদের দেশ থেকে ৩৫ হাজার মার্কিন সেনা চলে যাক। তবে, শতকরা ৩৭ ভাগ জার্মান নাগরিক চায়-মার্কিন সেনারা তাদের দেশে থাকুক আর শতকরা ২১ ভাগ সিদ্ধান্তহীনতায় ভুগছে।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতি যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন কমিয়ে দেয়ার হুমকি দিচ্ছেন তখন এ জরিপ রিপোর্ট প্রকাশ করা হলো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন সেনারা জার্মানিতে অবস্থান করছে। দেশটিতে এখনো ৩৬টি মার্কিন ঘাঁটি রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেখানে ২০০’র বেশি ঘাঁটি ছিল।
মার্কিন সেনা প্রত্যাহার চায় জার্মানির জনগণ
Tag: world
No comments: